সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ-
যত ভন্ড শয়তান পরেছে পীরের বেশ,
খোলা তলোয়ার কে ভয় নেই ….
তার ধার গেছে কমে,জং ধরেছে ক্রমে
কিন্তু কলমের মধ্যে কতশত লেখা আছে জমে,
বড্ড ভয় তাকে?
সাদা পাতায় কখন কি হয় লেখা!
ঘুচিয়ে দেবে যত নোংরামি,
কতো শয়তান পড়বে বিপদে-
তার নেই লেখাজোকা।
বন্ধু যত্নে রেখো কলমকে, লিখতে থাকো।
করে যাও প্রতিবাদ- প্রতিরোধ
শক্ত করে ধরো কলম,
জেনো কলম নয় ওটা হাতিয়ার।।