জীবন যাপন সুখের হতে
কর্ম সবার করা চাই ,
সরকারি বা বেসরকারি
কাজেতে মন দাওরে ভাই।
ছোট বড়ো যেকোন কাজ
অসম্মানের নয় মোটে,
স্বস্তির শ্বাসটা ফেলবে সবাই
সত্যি যদি কাজ জোটে।
প্রথমেই কেউ হয়না বড়ো
শ্রমে চেষ্টা চাই রাখা,
ধৈর্যের ফলটা হলে মিঠা
সুখের ছোঁয়া থাকে মাখা।
ব্যবসা হলো নিজের স্বাধীন
ঘুচিয়ে দেয় সকল দুখ,
ডালেভাতেও জীবন বাঁচে
মনের মাঝে থাকলে সুখ।
কর্মে মতি রেখে যাদের
চাষ- আবাদে রয় মতি,
বাণিজ্যে বসতি লক্ষ্মীর
আশিস লাভে হয় গতি।