রবিঠাকুর পেন্নাম জানাই, তোমায় বলি শোনো,
ফির বোশেখে আসলে পরে লিয়ে যাবো মোদের গেরাম।
দ্যাখবে কেমন সবুজ মাঠ সোনালি ধাইনে মোড়া,
হয়েছে কতক পিচ রাস্তা, তোমার রাঙামাটির পথ নাই সেথা।
গরুর গাড়ি যাচ্ছে উঠে , চলছে মোটর ভ্যান
আরও চলছে অটো টোটো কতরকম যান।
ও রবিঠাকুর ফির বোশেখে আসবে কিন্তুক;
লিয়ে যাবো ঘর,
দ্যাখবে গাঁয়ে জমিদার নেইকো, নেই পুকুর তাল দিঘি,
ভরাট কইরা প্রাসাদ হইছে শুন্য বন গাছ।
চড়াই পাখি হারিয়ে গেছে, খুঁজে না পাই কোথা,
গোঠের পথে রাখাল এখন যায়না তেমন দেখা।
আসলে পরে দ্যাখতে পাবে বাবুই বাসা কিছু,
দূরের মাঠে খেজুর পাতায় দুলছে বায়ে দোদুল।
বটের ছায়ায় পথিক তেমন বসেনা যে আর,
বকের সারি ধান জমিতে খুঁজে ফিরে আহার।
তবে তোমার শাল পিয়াল আছে সেগুন ফুল,
শালি ধানের চিড়ে আছে পাবে খেজুর গুঁড়।
কাঁঠাল পিড়েই বসতে দিবো, গাই দুধের দই দিবো,
মলান দিঘির মাছ দিবো, আমন চালের ভাত দিবো।
আম লিচু কাঁঠাল জাম খেতে দিবো, করবো সমাদর।