পেঁচার ডাকে ফাঁদ পেতেছে
রাত আঁধারে চোরের দলে,
লুণ্ঠন পেশা মদের নেশা
কাটায় জীবন চুরির তলে।
বাধা পেলে হিংস্র স্বভাব
ছুরি চালায় বক্ষ মাঝে,
লুঠতরাজের রক্তে নেশা
জীবন ধারণ অসৎ কাজে।
কালো রাতে শয়তান কাঁধে
দুর্বৃত্ত ওই রূপটি ধরে,
কামুক স্বভাব খাদ্য খোঁজে
নারী দেহ সম্ভোগ করে।
লোলুপতা স্বভাবজাত
ঘাপটি মেরে বসে থাকে,
সময় সুযোগ কাজে লাগে
প্রশাসনকে হাতে রাখে।
শাস্তি বিহীন জীবন কাটায়
লোভের মাত্রা আকাশ ছোঁয়া,
পেঁচার ডাকে জাগে রিপু
আদিম নেশায় শিউরে রোঁয়া।
গলির মোড়ে নারীর কান্না
পাশবিকের শিকার রূপে,
কণ্ঠ রোধে শক্ত হস্ত
বাক্য হারা থাকে চুপে।
পোড়া দেশে প্রমাণ খোঁজে
প্রমাণ লোপে বিচার স্তব্ধ,
তাইতো নারী স্লোগান তোলে
করতে হবে দোষীর জব্দ।