কবে অবশ এ হৃদয় জাগিবে-
প্রাণে সুমতি-সমীরণ বহিবে।।
ত্যজিয়েআত্মকলহ মিলেমিশে অহরহ,
প্রাণ শুধু আনন্দে ভাসিবে।।
কবে হবে ধর্মভীত, নীতি পথের অধীন,
প্রাণ-শশী উপদেশে হইব কলুষ হীন।
পরমেশ-পদেমতি হবে।।
আজি উষা আগমনে আশা জাগিয়াছে মনে বুঝি অন্ধজনে নয়ন পাইবে।।
কবে অবশ এ হৃদয় জাগিবে-
প্রাণে সুমতি-সমীরণ বহিবে।।
ত্যজিয়েআত্মকলহ মিলেমিশে অহরহ,
প্রাণ শুধু আনন্দে ভাসিবে।।
কবে হবে ধর্মভীত, নীতি পথের অধীন,
প্রাণ-শশী উপদেশে হইব কলুষ হীন।
পরমেশ-পদেমতি হবে।।
আজি উষা আগমনে আশা জাগিয়াছে মনে বুঝি অন্ধজনে নয়ন পাইবে।।