সাহিত্যগগনে যবে ,রবির কিরণ,
প্রখর প্রভায় দীপ্তি ,করিতেছে দান।
এ হেন সময়ে এক , ধূমকেতু সম,
উদিল গগনে, দীপ্তি নহে কো অম্লান।
বাংলা সাহিত্যের তিনি ,বিদ্রোহের কবি,
কবিতার ছত্রে ছত্রে ,বিদ্রোহের ভাষা ।
ভৃগুসম বিধিবক্ষে , আঁকা পদছবি,
নজরুল নামতে আছে, শত ভালোবাসা।
বিদ্রোহী চেতনা তব ,বলে অন্য কথা,
সকল বৈষম্য মূলে,হানিয়া আঘাত।
লিখেছিলে তুমি তাই, মানুষের ব্যথা ,
ফুটেছিল কাব্যে তব , নীরব সংঘাত।
ইসলামী গজলের ,রচনার সাথে ,
শ্যামাসঙ্গীত সৃজনেও , অপার দক্ষতা।
দুটি ধারা মিলেমিশে ,হয়ে একসাথে ,
গড়ে তোলে দুটি ধর্মে , অপার সখ্যতা।
তাইতো তোমার কন্ঠে , শুনিয়াছি কবি,
ধর্ম নিরপেক্ষতার , শ্রেষ্ঠ ভাষা তাই,
আকাশ মায়ের কোলে, দোলে শশী রবি ,
হিন্দু মুসলিম সম ,মোরা ভাই ভাই।
সাহিত্যে প্রবেশ তব , অগ্নিবীণা হাতে,
ধূমকেতু সম এবে , তোমার প্রকাশ ।
ঝরালে আগুন তুমি , তব লেখনীতে,
বিদ্রোহী রূপেতে তাই,তোমার বিকাশ।