কবিতা,তুমি কল্পনা,কবির নয়নমণি,
তোমার চরণে পূর্ণ, কবির হৃদয়খনি।
কবিতা,তুমি প্রেয়সী,কবির ভালোবাসা,
তোমার ভালোবাসায়,কবির পূরে আশা।
কবিতা,তুমি সাধনা, কবির অন্তরের,
তোমার ধ্যানে মগ্ন কবি,সমগ্র বিশ্বের।
কবিতা,তুমি সান্ত্বনা,শোকার্ত মানুষের,
তোমার শিষ্ট বচনে তাহারা, শোক ভোলে পুত্রের।
কবিতা,তুমি বাণী,কবির কাব্য গাথা,
তোমার ললিত ছন্দে মোদের,জুড়ায় সকল ব্যথা।
কবিতা,তুমি সঙ্গীত, কবির পরম ধন,
তোমার সুরের মদালসায়,আবিষ্ট প্রাণ মন।
কবিতা,তুমি উপাসনা,কবির আরাধ্যা,
তোমার উপাসনাই কবির,বিনম্র শ্রদ্ধা।
কালিদাস,ব্যাস, বাল্মীকি মুনি,তোমার সাধনায়,
স্বর্ণাক্ষরে রাখিল সাক্ষ্য, তাহাদের রচনায়।