বাথরুমের আয়নায় উদোম শরীর
শরীর জুড়ে ধারাস্নানের অপূর্ব দৃশ্য
সমানুপাতিকতা থেকে অনেক গভীরে
অসমর্থিত ভ্রুভঙ্গিমা
আর স্মিত হাসিতে রাঙা মুখ ও চোখ
যেন ধারাস্নানের জলকণায় ভেসে আছে
অদ্ভুত সবুজ স্ফটিক আলোর রোশনাই
ক্ষেপ-আক্ষেপ ও দীর্ঘ বিষাদের ভেতর
জানালার ধারে রাখা টবে ফুটে ওঠা লাল গোলাপ
ডানাকাটা পরী যেন…
জানালার ঘুম ঘোর দু’চোখ জুড়ে এই গোলাপ
ও ঝাপসা কুয়াশা জড়ানো মুগ্ধ সকাল
আর রাতে দেখা স্বপ্নগুলোর দীর্ঘ ছায়া ঝুলে আছে
আর তারই ফাঁকফোকর গলিয়ে সমানে
উঁকি দিচ্ছে পেরিয়ে আসা পুরনো রাস্তাটা
আর স্মৃতি-বিস্মৃতির এপাড়-ওপাড় জুড়ে
উথালপাতাল বিস্তৃত ঢেউ…
নিষ্ঠুর সময়ের ভ্রুক্ষেপ নেই তাতে
সে সব উপেক্ষা করে যায় নির্বিকার
শুধু কোনও ফুল ও ফুলের ভালোবাসাকে
উপেক্ষা করেনা,উপেক্ষা করতে পারেনা
ফুলের টবে নির্বিঘ্নে গোলাপ ফোটে তাই
ডানাকাটা পরীর মতো
ও রূপকথার গল্পের মতো
আর বিন্দু বিন্দু শিশির ঝরে পড়ার শব্দের সাথে
ফুল ফোটার শব্দ গিয়ে মেশে
জেগে ওঠে ভালোলাগা রূপকথার মরমী কথারা
ও কবিতার অন্তরঙ্গ কোলাজ ।