হৃদ-বাগিচায় শব্দ সাজায়
কবিতা- ছন্দ- ছড়া,
সুষমা তার ছড়ায় বাহার
রূপে রসে ভরা।
কাব্য মাঝে জীবন সাজে
স্নিগ্ধ জোছনা ঝরে,
হৃদাকাশে গীতি রাশে
পরাণ সবার ভরে।
জীবন দায়ি শক্তি স্থায়ী
কবিতাতে মেলে,
বাঁচি আমি দিনযামী
সকল বাঁধা ঠেলে।
আঁধার নাশে আলোক রাশে
মনের দুয়ার খুলে,
কাব্য গীতি শব্দ বৃতি
গাঁথে ফুলে ফুলে।
যেথায় যত অন্যায় শত
বিরোধ হিংসা- দ্বেষ,
মিথ্যে ফাঁকি লিখে রাখি
কবিতাতেই বেশ।