কাব্যজ্যোতির অমল দ্যুতির
মধুর রসের ধারা,
অমিয় সুধা মেটায় ক্ষুধা
মুগ্ধ পরাণ কাড়া।
সহজ পাঠে জীবন বাটে
সহজ ছন্দ গানে,
সোনার তরীর সোনার ফসল
তোমার অক্ষয় দানে।
সরস্বতীর সুরের লহর
ছড়ায় বিশ্ব ‘পরে,
সুরের গুরু বলে তোমায়
ডাকি প্রাণটি ভরে।
নাটক নভেল,কৌতুক ,কাব্য
লিখলে থরে থরে,
গীতাঞ্জলি কাব্য লিখে
নোবেল আনলে ঘরে।
অমর সৃষ্টি ছোটগল্পে
ধন্য বঙ্গ ভূমি,
কালজয়ী যুগদ্রষ্টা
তোমার চরণ চুমি।