কথাশিল্পীর আভিজাত্যে শরৎচন্দ্র নাম
অসাধারণ প্রতিভাধর জ্যোতিষ্ক অম্লান।
ছোট গল্পে পরিণীতা,স্বামী,দর্পচূর্ণ ।
লালু,মহেশ,ছেলেধরা আজও গুরুত্বপূর্ণ
নিম্ন মধ্যবিত্তের কথা, তারই উপন্যাসে
তাইতো তিনি জনপ্রিয়তার, শীর্ষে অনায়াসে ।
অনিলা দেবী ছদ্মনামেও, লিখেছেন কিছু লেখা
মানব কষ্টে কেঁদেছিল মন, কলম দীপ্তশিখা ।
বিরাজ বউ,বিন্দুর ছেলে,ষোড়শী বিপ্রদাস
“বড়দিদি” শরৎচন্দ্রের,প্রথম উপন্যাস।
অন্য ভাষায় অনূদিত, গ্রন্থেও স্থান শীর্ষে
পথের দাবীর “সব্যসাচী” কেউ হবে না ফিরসে।
নাটক এবং প্রবন্ধেও পিছিয়ে নন তিনি
সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র যিনি ।
সময়ের প্রেক্ষিতে মানুষের জীবন দর্শন পাল্টায়
শুধু থেকে যায় শোষণ বঞ্চনা অবিচার,
আর অন্যায় শেষ কালটায় ।
সেগুলোকেই অস্ত্র করে, কলমকে হাতিয়ার
একের পর এক অনন্য সৃষ্টি,করেছেন বারবার।
রোমা রোলাও স্বীকার করেছেন, সাহিত্যে পূর্ণতা
“শ্রীকান্ত”টা পারতো পেতে, নোবেল এর যোগ্যতা ।