কথা দিয়েছিলে তুমি মোরে,
হাতে হাত রেখে চলবে সাথে,
পায়ে পা রেখে চলবে পথে,
কাঁধে কাঁধ রেখে লড়বে সমরে।
আজ তুমি নেই মোর পাশে,
একা বসে আছি, তোমার পথ চেয়ে,
চলছি তোমার স্মৃতি সাথে নিয়ে,
কত কথা বলেছিলে, বসে মোর পাশে।
ছিল না মনে দ্বন্দ্ব, না ছিল কোন দ্বিধা,
বাঁচবো সুখে ও দুঃখে হয়ে চিরসখা,
হলো না তোমার সাথে আমার পথে দেখা,
হলো সবই কাটলো না তোমার মনের বাধা।
ছন্দবদ্ধ ছিল সে জীবন তোমার আমার পথ,
আজও আমি বসে আছি, তাকিয়ে দেখি সে পথ।
এ বিশ্ব মাঝে আমি বড় একা,
সবই আছে এ জগতে হয়ে গেলাম ফাঁকা।
অলিগলি ঘুরে যখন পৌছালাম তোমার কাছে,
তুমি তখন আলেয়া হয়ে দেখা দিলে মোর কাছে।