মরণের পরে খুজিও মোরে
খুজিও মোরে ঐ আকাশের তারায়;
খুজি ও মোরে ঐ গাছে গাছে লতায় পাতায়
কোন এক সময়ে জ্ঞানী গুণীজনেরা খুঁজিয়া পাবে মোরে পথের ধুলায়;
বিস্ময় মানব এসেছিল পথিকের বেশে
এই সুন্দর ধরা দেশে
খোঁজে নাই কেহ;
খোঁজে নাই কেহ তখন মোরে ভালোবেসে;
পলকের ঝলকে দেখেছিলে মোরে তবু
ভুলগুলো দেখেছো যে মোর
ভালোগুলো দেখনি যে কভু;
একটা গাছের পাতার খাতায় লিখে গেছি মন যা চায়
তিরস্কার;পুরস্কার সব দিয়ে গেছে সবাই
জীবনে মোরে প্রশংসা করিবার কেহই নাই।
জীবন পথের পথিক আমি
এই বিশ্ব সমাজের দ্বারে দ্বারে ঘুরিয়াছি বারেবারে
বিফল মস্তিষ্কের ব্যর্থতার ফলে হতে পারিনি দামী;
পৃথিবীর অনুকূলে যাত্রা করে সবাই
প্রতিকূল পড়ে থাকে প্রতিকূলে
আমার কপালে যে জোটে তাই;
বিনম্রশ্রদ্ধার জন্ম খানি
পরম প্রাপ্তি এটুকু জানি
কিছু পাইনি বলে এই জনম; এই জীবন
বানিয়েছে মোরে এক কঠিন অভিমানী।