কচুরিপানায় ডুব দিতে দিতে দিতে
উথাল-পাথাল ভান্ডে উপছে পড়ে গরল!
আলুথালু বস্ত্রে পথিক তখন এক দিশেহারা পাগল,
তবুও অন্তরের কান্নারত মুখটি বলে ওঠে,
‘মাভৈঃ মাভৈঃ মাভৈঃ।
জেদের লাগাম হাতে হা ঈশ্বর! তুমি যে প্রলাপরত,-
এখন বৃত্তের ভেতর অবিরত হাবুডুবু, নাকানিচোবানি-
বিষ গিলে গিলে বিষামৃত মনে হয় বিবেকের অলিগলি।
কচুরিপানায় এতকাল হাড়হিম সাঁতরেও
দৃশ্যপটে ঘটে নি একবিন্দুও বদল।
বরং উতল হাওয়ায় মিলেছে কুমন্ত্রণার বিশ্বরূপদর্শন!
দর্শনরত ভাবনাতে আঁকাবাঁকা পথেরা দিয়েছে
ক্রমাগত বিষাক্ত করতালি…….।