ও মেয়ে, কান খুলে শোন্,
পড়ে পড়ে অনেক মার খেয়ে চলেছিস তোরা,
এবার অন্তত নিজে রুখে দাঁড়া,
আবেদন – নিবেদনে কাজ হবার নয় রে,
ও মেয়ে শুনছিস তো কি বলছি?
বিয়েতে পণ দিবি না পণ কর্ আগে,
তুই শপিং মলের স্লোগান কেন হবি,
একটা কিনলে একটা ফ্রি?
দাম দিবি না তুই,
দাম নিবি নিজের।
বিয়েতে দান করা চলবে না তোকে,
তুই যদি দানসামগ্রী,
বরপক্ষ তবে ভিখারি?
গোত্র কিংবা উপাধি বদল কেন শুধু তোর,
জন্মগত পেয়েছিস এসব,
হাতের ময়লা নাকি ধুলেই হল?
তোর যেমন বিয়ে, বরেরও তাই,
তুই তবে কেন দায় তোর মা-বাবার?
বিদায়বেলায় মায়ের ঋণশোধ,
মাতৃঋণ শোধ করা কি এতোই সহজ?
ও মেয়ে শোন্ রে শোন্,
এবার মানুষ হয়ে ওঠ্।।