ও পথে যাবোনা আজ সারাদিন
অবসর বলে কিছু নেই জীবনে আমার
ব্যস্ততার আস্তরণ করি গ্রহণ হাসি মনে অমলিন
থেকেও কিছু না থাকে,যেন এ জীবন বড়ই সঙ্গিন
এ সমাজ যমরাজ;এ সমাজ ধুর্তবাজ;
বেআব্রু অঙ্গের খুলে নেয় পরিধেয়
পরিশোধ যাপনের কল্পনায় নেচে ওঠে সাম্রাজ্য
চূড়ান্ত ঔদ্ধত্য চিরকালীন প্রবৃত্ত;
ইহারাই সমাজের সর্বাঙ্গীন দেবতা,সার্বজানীনভাবে যা অসহনীয়
ও পথে আমার অভিশাপ লেখা আছে
লেখা আছে পথ বিচলিত হওয়ার অশেষ আশঙ্কা,
তাই না করে বাড়াবাড়ি সাঁকো ধরে ফিরে আসি আড়াআড়ি
আমার কল্পনারা ডুবে মরে জলে
সম্ভাব্য চেতনার আবিস্কার হওয়ার আশায়
তারাদের সাথে দিন গুনি একা একা।
বেহিসেবী গণ্ডি হতে সূর্য ওঠে থেকে থেকে
নিস্পলকের তারার খোঁজে যায়না দেখা চন্দ্রটাকে
তবু আগন্তুক হয়ে সন্ধান করি সেই অনিশ্চিত আবহের
কৃতকার্য হইনি শত সাধনার;
শততম সততার বিনম্র শ্রদ্ধা আর আরাধনার
প্রহর গোনা প্রহরগুলো চঞ্চল হয়নি এখনো
সমাপ্তির সমাপ্ত করছিনা সহসা
ও পথে না গেলেও বাঁশি টা ভাঙবো না কখনো।