টেবিলে শায়িত এ্যানাটমির প্রতীক্ষায় বিকৃত লাশ,
ভাবিত নওল ডাক্তার ভাবতেও পারে না
এই মেয়েটি একদা ছিল এক তুখোড় নিউক্লিয়াস,
পোষা চুম্বকের মায়াবী স্পর্শ ছিল অজেয় অপার-
এ যুগের কেতাদুরস্ত পোষাকী ইলেকট্রনগুলো
মধুচক্রের মাহেন্দ্রক্ষণে বারবার বারবার হারাত,
হয়তো খুঁটিনাটি সবটুকু পাবার দুর্বার জ্বালা
ওতপ্রোত জড়িয়ে ছিল মস্তিষ্কের নিউরোনে।
ডাক্তারের শিরদাঁড়ায় এই পলকে নামছে
শিরশির শিরশির শিরশির ভয়াল শিহরণ,
সেই প্রমীলার দেহত্বকে পাপের বসবাস ব্যঙ্গে
ছড়ায় বিকারহীন, ফালা-ফালা করার আগেই
দৃশ্যমান পাপের গলন-প্রক্রিয়া, মিথ্যে ভালবাসা…।