এরা কারা! পথেই থাকে?
ছেঁড়া জামা গায়ে,
ছিন্ন ছাউনি বস্তা বেঁধে
হাঁটছে খালি পায়ে!
পথটা দিয়ে হাজার মানুষ
নিত্য হেঁটে চলে,
অসহায় মুখ দেখেও কারো
হৃদয় নাহি গলে।
একটু ভাবো সভ্য মানুষ
এদের কথা আজ,
তোমার আমার মনটা জাগুক
নিক মানবিক সাজ।
এরা কারা! পথেই থাকে?
ছেঁড়া জামা গায়ে,
ছিন্ন ছাউনি বস্তা বেঁধে
হাঁটছে খালি পায়ে!
পথটা দিয়ে হাজার মানুষ
নিত্য হেঁটে চলে,
অসহায় মুখ দেখেও কারো
হৃদয় নাহি গলে।
একটু ভাবো সভ্য মানুষ
এদের কথা আজ,
তোমার আমার মনটা জাগুক
নিক মানবিক সাজ।