অন্তবিহীন পথ রয়েছে সামনে পরে,
ধূসর নাকি রঙীন সেটা কেউ কি কিছু বলতে পারে?
কেউ কি কিছু করতে পারে এমন ভীষণ অন্ধকারে
ছদ্মবেশের খোলশটাকে কেউ কি হঠাৎ ভাঙতে পারে?
কেউ কি হৃদয় খুলতে পারে প্রেমবিহীন অন্ধকারে?
সময় দ্রুত যাচ্ছে পুড়ে অসংখ্য সব নিদ্রিত মুখ হৃদয় জুড়ে,
কেউ কি কিছু গড়তে পারে দুঃসময়ের অন্ধকারে,
আঁধার যখন দু চোখ জুড়ে?
অন্ধকারে একা একা চাঁদের দেখা
আকাশ ফুঁড়ে সে-ও যেন চলছে একা,
কেউ কি আর গড়তে পারে চাঁদের মতো জ্যোৎস্না মোহ?
বুকের ভিতর পুড়তে থাকে জমা যত আছে দ্রোহ।
কেউ কি একা বাঁচতে পারে, এমন ভীষণ অন্ধকারে?