এমন এক নভেম্বরের গোধূলি আলোয়
তুমি জানিয়েছিলে তোমার অভিলাষ,
হালকা টিপ, গোলাপী ঠোটে-
কাজল পরা চোখের মায়া জাদুতে
দেখেছিলাম নিজের সর্বনাশ।
মরীচিকার ভ্রমে মরুদ্যানে পথ হারায়
তৃষ্ণার্ত পথিক, তৃষ্ণা তবু মেটেনা,
প্রেমের ঊষর ভূমিতে ফোটেনি গোলাপ
ক্যাকটাসের কন্টকে বিদ্ধ হৃদয় প্রেমহীনা।
লাল রক্ত পিণ্ডের হাপরের তালে পাই
প্রলয়ের সংকেত, উত্তাল ঝড়ে।
জীবনের ওঠা পড়া নিয়ন্ত্রণের বাইরে,
আমি এক মহা সমুদ্রের নাবিক হয়েও
ডাঁহা ফেল জীবন সাগরে।
যে অতীত ভুলতে চাইলেও পারিনা,
অজান্তে ফিরে এসে আঘাত হানে
বারবার, ভাঙ্গা মনের কার্নিশ ছুঁয়ে-
হৃদয়ের গভীরে।
নভেম্বর এলেই হৈমন্তীকা নাড়া দেয়
স্মৃতির অম্বরে-
ঘাসের ডগায় শিশির বিন্দু অদৃশ্য
এক লহমায়, সূর্য্য উদয়ে,
জীবনের টানাপোড়েনে জীবন তবু চলে
এগিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে।