এসো আর একবার ফিরে এসো
আমরা দুজনে দাঁড়াই ঐ উপত্যকায়
দেখো চেয়ে উদ্ধত পাহাড় দুটোর বুক চিরে
কেমন ছুটে গেছে দুরন্ত নদী
আর একবার ফিরে এসে দাঁড়াও আমার সামনে
আমি জানি প্রেম হল এফিমেরা ক্ষণজীবী পতঙ্গ মাত্র
উগ্র কামনার দুরন্ত শিশু সবকিছু চেটেপুটে খায়।
নিঃস্ব হতে হতে প্রেম রিক্ত হয়ে যায় ।
তখন সেই চোখ যা দেখে হাজার মাইল ছোটা যেত ।
এখন বড় অসহায়
বাগানের জমা থাকা ঝরা পাতা
আর গুজো না বুকে ও কুন্তলে
প্রেম ক্ষণজীবী পতঙ্গ মাত্র
তাই সব প্রেমকে একদিন মরে যেতে হয়
ধীর পায়ে হেঁটে চলো অন্য প্রেমের কাছে
যদি ভালবাসা কে আবার ফিরে পাওয়া যায়
প্রেম তো এফিমেরা
তাকে ফিরে পেতে চলো অন্য প্রেমে বাংলা থেকে ব্যাঙ্গালোরে