কথা ছিলো একটি শুভ্র সকাল আর
এক সুন্দর অমল জীবন এনে দেবে!
কথা ছিল গায়িত্রী সূর্য মঞ্জরিত
আলোতে ভরিয়ে দেবে এই ভুবন!
এলেই যদি তবে এত দেরী কেনো?
বন্ধ দরজা কবে খুলবে তোমার লাবণ্যে?
সংকীর্ণ মনের দরজা কবে হবে বিস্তীর্ণ প্রান্তর?
কি নিদারুণ প্রতীক্ষায় কাটছে আমার দিনরাত !
পারিজাত মুগ্ধতা ভেঙ্গে ভেঙ্গে পাহাড়ী
উপত্যকায় সূর্যোদয় অথবা দিনান্তের রক্তিম সূর্যাস্ত,
আমার অসাড় হাতে কবে খেলা করবে বিশ্বস্ত উষ্ণতা?
এলেই যদি তবে এত দেরী কেনো?
শিরিষের ডাল কবে ছুঁয়ে যাবে বহুতলীর
নৃত্যরত রমনীর হাত?
কবে হবে সুন্দরের উচ্চারন জীবনের উজ্জ্বল ভাঁড়ারে?
লাবণ্য ঝরবে কবে অমলিন দৃশ্যপটে!
জলকে না ছুঁয়ে যে চাঁদ ডুবছে জলে তাকে ছুঁয়ে ছুঁয়ে?
এলেই যদি তবে এত দেরী কেনো?