তুমি খাঁচা-পাখি।
বৃথা তাকাও,
আমার নেশা দেওেয়াল ভাঙার
ধূসর মুছে রঙধনু তে ডুবিয়ে দিই দৃশ্য
আগুন থেকে জন্ম নিই বারবার
অভিশপ্ত শিকল দেহের মৃত্যু টেনে
বীজ বুনি সবুজ দূর্বার
কাহিনী মিলে যায় যাপনের
মধ্যবর্তী মরুভূমি অমর হয়
তবুও ধৈর্যাস্ত্র নিয়ে নিদ্রাহীন প্রহরী
শতাধিক ইচ্ছে ডানায় ভর করে
পেরিয়ে যায় মৃত্যু রাত্রি।
সূর্য থেকে চুইয়ে পরা শব্দ –
মাখাতে থাকি ঘুমন্ত মনে
ক্ষত ক্ষয় হলে জাগবে নিশ্চিত আকাশ আলোয়।