যাঁরা এলেন, তাঁদের আমি চিনি না
তাঁরা আমাকে স্পর্শ ক’রে বললেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন |”
যাঁদের চিনি তাঁরা কেউ আজ আসেন নি |
এখন আকাশে সন্ধ্যা নেমেছে, একটি দু’টি তারা
দেখা যাচ্ছে |
আমি প্রতীক্ষা করছি যে-কোনো চেনা-মুখের জন্য!
যাঁরা এলেন, তাঁদের আমি চিনি না
তাঁরা আমাকে স্পর্শ ক’রে বললেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন |”
যাঁদের চিনি তাঁরা কেউ আজ আসেন নি |
এখন আকাশে সন্ধ্যা নেমেছে, একটি দু’টি তারা
দেখা যাচ্ছে |
আমি প্রতীক্ষা করছি যে-কোনো চেনা-মুখের জন্য!