একুশ একটা আবেগের নাম
মাতৃভাষার জয়
প্রাণের বদলে বাংলা পেয়েছে
বিশ্বের বরাভয় ।
বিংশ শতকে বাহান্নতে
একুশ রক্ত ঝরা
আতঙ্ক নিয়ে উর্দুতে নয়
বাংলাতে বই পড়া ।
একুশ হল মুক্তির নাম
উল্লাস বাঙালির
অদম্যতার সাহস নিয়ে
চির উন্নত শির ।
শহীদ মিনার আজও বলে যায়
আত্মত্যাগের কথা
গর্ব নিয়ে ব্যস্ত বাঙালি
মস্ত প্রগলভতা ।
সুখী বাঙালি সুখ খুঁজে পায়
রবিঠাকুরের গানে
বিদ্রোহী কবি কাজী নজরুল
প্রতিবাদী মনে প্রাণে ।
পশ্চিম পূব বাংলা যেন
দুই সহোদর ভাই
ঐতিহ্যের মিলনমেলায়
বাংলাকে খুঁজে পাই ।