মুখ দেখেই মাতাল হলাম
আগুন বোঝে মন
শরীর জুড়ে কম্প এলো
কোথায় আমি এখন?
সহজভাবে কোমল সুরে
বুকটা উজাড় হয়
নারী যখন নারী ছাড়া
অন্য কিছু নয়।
ভিন্নমাত্রা হঠাৎ করে
ভাসিয়ে দিল জগত
দুটি পথ জুটি বেঁধে
খোঁজে নতুন পথ।
দখিন বাতাস হু হু করে
মনের জানলা নাড়ায়
মদন-রতি করজোড়ে
এসে তখন দাঁড়ায়।
ওদের ইচ্ছে এড়িয়ে যেতে
মন যে অপারক
রিপু এসে কোমর বেঁধে
জানায় তার হক।
তারপরেতে যা হয়েছে
গোপন রাখি ভাই
লাজবতী নারীরা সব
লজ্জা পায় প্রায়-ই।