আপন তুমি একার আমার, অন্য কারও নয়
তাই আর মনে,নেই আর কোন রকম সংশয়,
জানি যে এই জীবনে আসবে না কেউ আর
হাত ধরতে আমার পুনর্বার
আর ধরলেও আমি শান্তি পাব কি আর?
অথচ কি সমস্যা হয় সেটাই বুঝি না তোমার
মন আজ জ্যোৎস্না পেয়ে খুশিতে উজ্জ্বল
তবু চাঁদের মুখে কত ক্ষত সৃষ্টি হলো বল?
হৃদয় জানে তোমাকেই ভালবাসি।
তবু মুখে দেখি না কেন হাসি?
আমার ভাবনা, আমার সকল রুচি
সবেই কি তোমার অরুচি?
দাও না যতই বিবেক দংশন
কষ্ট নিয়েই চলব দু’জন,
তুমি যে আমার একান্ত আপন
তোমাকে পেয়ে ধন্য এ জীবন।