নিস্তব্ধ রাত একাকী জীবন,
একফালি চাঁদ আকাশ জুড়ে-
বুকের ভিতর নেই কোন স্পন্দন!
কলজেটা উপড়ে ফেলেছে।
অসংখ্য তারাদের ভিড়,
একাকী দলছুট-
স্বপ্ন দেখা বেমানান
বেইমান সমাজে।
দূরে শিয়ালের সমস্বরে আওয়াজ,
ঠিক যেন রসুনের কোয়া!
বেইমানরা আজ শিয়াল
একজোটে দলবদ্ধ স্বার্থের নেশা।
হীরক রাজার দেশের বিজ্ঞানীর তৈরী-
মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের দ্বারা প্রক্ষেলিত,
একজনের হুক্কাহুয়া
তাই হয় সমবেত কন্ঠের।
না করলে সমবেত গান
একাকী জীবন একঘরে অসন বসন।
আকাশ ভরা তারাদের মাঝে
শুক্র একাকী তবুও উজ্জ্বল-
একা হয়েও লড়াই
দলবদ্ধ বেইমানির বিপক্ষে।।