একলা জেলে বন্দী তিনি
শোনেন, দূরে চিড়িয়াখানায়
বাঘ ডাকছে | আবার কখন
বাঘের ডাককে ছাড়িয়ে যায়
একশো গাধার জয়ধ্বনি
দিনদুপুরে—শোনেন তিনি |
শুনতে শুনতে ভাবেন তিনি
বাঘের তাতে কী আসে যায়?
মানুষের বা কী আসে যায়?
একলা জেলে বন্দী তিনি
শোনেন, দূরে চিড়িয়াখানায়
বাঘ ডাকছে | আবার কখন
বাঘের ডাককে ছাড়িয়ে যায়
একশো গাধার জয়ধ্বনি
দিনদুপুরে—শোনেন তিনি |
শুনতে শুনতে ভাবেন তিনি
বাঘের তাতে কী আসে যায়?
মানুষের বা কী আসে যায়?