বিশ্বময় যত্র তত্র অন্নের অভাবের হাহাকার,
উচ্চবিত্তের উচ্ছিষ্ট অসংখ্য মানুষের আহার l
ফ্যাকাশে সাদা -কালো জরাজীর্ণ মানুষের মুখ,
দুঃস্থদের ঘরে ঘরে পেটের জ্বালার অসুখ l
ভাগ্য বিড়ম্বনায় সমাজে একমুঠো অন্নের বৃত্ত,
সংক্রমণের আতঙ্কে বজায়িত সামাজিক দূরত্ব l
পাড়ার মোড়ে সারিবদ্ধ অনাহারে লিপ্ত মানুষের ঢল,
একমুঠো অন্নের অপেক্ষায় বিবেক আজ অচল l
শিশু সন্তান কোলে অসহায় ক্ষুধার্ত মায়ের প্রার্থনা,
একমুঠো অন্নের যোগানে অক্ষম মা,সন্তানকে দিচ্ছে সান্ত্বনা l
অনাহারী বাতাসের রন্ধ্রে ভেসে আসে আহারের খোঁজ,
অন্যত্র,ত্রাণ দাতারা আত্মতুষ্টির নিঃশ্বাস ছাড়েন রোজ l
একবেলা আহারের যোগানে হিমশিম খাচ্ছে সমাজ,
মন্দিরে বাজে না ঘন্টা, মসজিদে পড়ে না নামাজ l
ব্যস্তময় নির্মম বাস্তবতায় অভুক্তের গোষ্ঠীবদ্ধ ভিড়,
আহারের অভাবে রাস্তায় তারা ছেড়ে সুখের নীড় l
তিনবেলা আহারের কারণে চারিদিকে হাহাকার, ত্রাস,
সরকারি রান্নাঘর মানুষের মাঝে সামান্য স্বস্তির নিঃশ্বাস l
আজ সবে মিলে হই একত্র, এসো করি কঠোর পণ,
আসতে দেবো না আর বিশ্বমাঝে অনাহারের ক্ষণ l