একবার শুধু একবার তোমাতেই লিন হতে দাও
তোমার ভালোবাসার উত্তাপে
দীর্ঘ অনাস্বাদিত কামনার
ভয়ঙ্কর উত্তাপে একবার জ্বলে উঠে জ্বালাতে চাই
এ অসমান্তরাল দুস্তর পারাবার।
একবার তোমার হৃদয়ে, হৃদয় ছোঁয়াতে দাও
উভয় অলিন্দ আর নিলয়ে শোণিত ধারা ধাবিত হোক
ভয়ঙ্কর রক্তচ্ছাসে ধুয়ে মুছে সাফ হোক অবির্যের আস্ফালন।
এইবার শুধুই একবার এস জ্যোৎস্নায় দুয়ানো শুভ্রতায়
এ পৃথিবীর গর্ভে সেই ভ্রূণ গেঁথে দিই- যা অনিবার্য মনুষ্যত্ব ছড়াবে।