আমি শত্রু রবো না চিরদিন
আমিও তোমার বন্ধু হবো একদিন
হতে পারি হয়তো একদিন অসাধ্যের সাধন; আমায় আর চিনলো কজন?
চিনিতে পারো আর নাই পারো যায় না কিছু এসে তাতে
শুধু করো একটু আশীর্বাদ মন ভরবে তাতে
কত মানুষ চলে যায়; কত মানুষ ফিরে আসে
মানুষের মধ্যে মানুষ দেখি তবু মাঝে মাঝে,
আমি ভাবনার চাষা
ভাবনার মাঝেই আমার যাওয়া আসা।
লাথি-ঝাটা; দুঃখ কষ্ট; বিরহ বেদনা; আকুলতা, ব্যাকুলতা পেয়েছি যা কিছু বেশি অল্প,
আরো কিছু ভাবনার বুনন হবে কাব্যের কানন হবে রচিত কিছু গল্প।
অগভীর জলপথের গভীর কল্পনায় আমি ডুব দিই বারবার
পাতাল পথের যাত্রা পথ বহুদূর;
হয়নি তো এখনো গন্তব্যের সঞ্চার,
সময় হয়নি তো গভীরতা মাপবার
জীবনকে করে তুলি আরো বেশি তৎপর।
এরপর? এরপর? এরপর?
সব সংবাদ দেবে ধরা একদিন
আমি শত্রু রবো না চিরদিন,
তোমরা আমায় বন্ধু বলবে একদিন
আমিও তোমার বন্ধু হব একদিন।