মাছ, মাংস তো খাচ্ছি রোজই ।
সপ্তাহে একটি দিন, না হয় হলাম নিরামিষভোজী ।
অত পালাপালুনি, আমি ঠিক পারি না ।
সর্বভুক আমি, পাপ – পূণ্যের ধার ধারি না ।
তবে সপ্তাহে একদিন ছেড়ে দিয়ে সব ,
স্বল্পক্ষণের জন্য না হয় হলাম বৈষ্ণব ।
আমারও ইচ্ছা করে ধর্মের পথে যেতে ।
বুঝি সবই, তবু মিথ্যা মোহে আছি মেতে ।
আমিও জানি ওই পথে যে যাবে ,
মুক্তি পাবে মোক্ষলাভে ।
আমার পথ পরিপূর্ণ হিংসা এবং ক্ষোভে ।
যাত্রাপথ বিলীন, মনের প্রকট লোভে ।
তাই, একটু একটু করে চেষ্টা করছি ।
পথ খুঁজে পেতে, ধর্মের হাত ধরছি ।
একদিনের জন্য হলেও, আমি ক্ষণজন্মা বৈষ্ণব ।
এই পথেই মুক্তি পাবে, মোর অচ্ছুত অবয়ব ।