এক জীবনেই কতো যে শিক্ষা নতুন শিখতে হয়-
একসাথে নয় একতাবদ্ধ একাই থাকতে হয়!
ভীড়ের ঝড়েতে ভাঙে দূরত্ব বাধা কেউ মানেনা-
পার্ক-স্ট্রিট থেকে ডানলপ মোড় দক্ষিণ ও মানছে না।
পুরোদস্তুর খুলেছে অফিস চেনা ছবি এতোদিনে,
আড়াই মাসের ত্রাস চলে গেছে স্ফূর্তি সবার মনে।
সত্যি কি ত্রাস চলে গেলো নাকি বিপদ বেড়েছে আরও –
এতো ঘেঁসাঘেঁসি এতো ঠাসাঠাসি কাজটা কি ভালো হলো?
ভাইরাস জ্বর হু হু করে বেড়ে যায়-
প্রথম সারিতে বসবে এ দেশ চিন্তার কিছু নয়।
নাছোড়বান্দা সব খুলিয়েই ছাড়ে-
ভাঁড়ে মা ভবানী লবণ আনতে পান্তাটা শেষ হয়।
দূরত্ব কতোটা কার নাভিশ্বাস সঠিক শুনছে কে তা?
ভয় ত্রাস ব্যথা পেটে আছে ক্ষুধা কতো আর সওয়া যায়!
অর্থনীতিটা ধুঁকছে এখনই তারও জ্বর হলো বুঝি!
কে কাকে বাঁচায় কে কাকে নাচায় জীবনে জোয়ার খুঁজি।
হু এর নিদান মানেনিকো যারা সব দেশই ভোগে জ্বরে,
অনেক রাষ্ট্র নায়ক এখনো মত্ত অহঙ্কারে।
পাত্তা দেয়নি সাবধান বাণী বেড়ে গেছে হু হু করে,
ক্ষমতা দখল আখের গোছানো আজ উপহাস করে।
তফাত যাও এর সে বাণী শুনেছি তফাতই গাও না সুরে ,
একতা থাকুক মনের গভীরে একসাথে নয় দূরে।
শ্বেতপত্র যে প্রকাশ করেছে দায়সারা হলো তার,
ভোল বদলায় চাপাচুপি দেয় তাতে আসে যায় কার!
প্রমাণ করাটা অতো সোজা নয় সব দেশ বুঝে গেছে,
ভাই ভাই করে আজও ঠাঁইঠাঁই ভোলে যম আছে পিছে।
ভাতা অনুদান বন্ধ করেছে হুমকিও দেয় কতো,
কল্যাণ কামী যারা প্রতিদিনই গবেষণাতেই রত।
বাঁচার এখন একটাই পথ দূরে থাকো কোনো মতে,
মুখোশ লাগাও হাত ধুয়ে নাও বেঁচে থাকা যাবে তাতে।
ওষুধ যা আছে চেষ্টা চলছে শেষের সে দিন কাছে,
কালবেলা, তাই শিখতে হচ্ছে একা জনতার মাঝে।।