সবই ফেলে এসেছিস,ঘর ছেড়েছিস –
কিসের টানে ওই বিথানে ? কেমন আছিস –
একটু ভাবিস, যাবার বেলায় তাই কি খুঁজিস সে মন-
ঘরের টানে । কার আহ্বানে কাঁদে যেথায় আপন,
সন্ধ্যাবেলায় পায়ে,পায়ে বন্ধ ঘরের কপাট ধরে আত্মকথন?
মন মাঝিতে গান ধরেছে , তোর প্রায়শ্চিত্তে মন মজেছে ,
“মন চলো নিজ নিকেতনে”,চিরন্তন একেলা,কার কাছে-
ঘরদোর,ভাতের হাঁড়ি। ফিকে গোধূলি , শূন্যতাই পেলি –
কেউ কি হলো আপন? রসে মজে সবই দিলি,
কর্মযোগী ডাকলো এতো,কুহক মায়ায় হোল জলাঞ্জলি।
যাবার বেলায় লৌহকঠিন তোর পায়ের বেড়ি,
কে খুলবে মায়ার খোলস ,কোন আনাড়ি?
ব্যর্থতা আর হতাশায় সাঙ্গ হোল তোর থাকার মেয়াদ ।
বন্ধ্যা ক্ষেতেই তুই করলি বেকার আবাদ,
কোথায় পাবি পাড়ের কড়ি,দেনা-পাওয়ার মিথ্যা বিবাদ।
আজ মলে কাল দুদিন হবে,লোভ,লালসায় প্রহর গেল,
ভোগ বিলাসে ,কাম,কামনায় বৃথাই তোর সময় খেলো।
কাজের কাজটি হলো না। পাড় করিয়ে কে দেবে ভাই-
এখন যাবার বেলায়? বৈতরণীতে খেয়া নাই,
একেলা ঘাটে কাঁদিস বসে, নিঃস্ব, রিক্ত সান্ত্বনা নাই।