একমুঠো ভালোবাসা খুঁজছিল মেয়েটা,
পথের ধারে আনাচে কানাচে,
কেউ হাসছিল, কেউ দুঃখ পাচ্ছিল, কেউ সুবিধা নিতে চাইছিল,কেউবা উপহাস করছিল।
কোনো ভ্রুক্ষেপ নেই মেয়েটির।
একদিন ওর ও বসন্ত এসেছিল,
জোয়ার এসেছিল শরীরে,
কিন্তু কেউ ডুবতে আসেনি,
কেউ ভালোবাসতে আসে নি।
কতবার বানভাসি হয়েছিল,
রেগে ভাসাতে চেয়েছিল সবাইকে।
না, নিজেকে গোছাতে ব্যস্ত সবাই।
একমুঠো ভালোবাসা খুঁজছিল মেয়েটা,
ঘরের আনাচে কানাচে,
বাড়ির উঠোনের চারদিকে,
পাড়ার অলিতে গলিতে,
চেনা গন্ডীর সর্বত্র।
একমুঠো ভালোবাসা খুঁজছিল মেয়েটা।
অচেনা গন্ডীতে খুঁজতে গেল ওর ভালোবাসা…..
আর দেখা যায় নি ওকে…