বঙ্গবন্ধু……..
বঙ্গবন্ধু তুমি শুনতে পাচ্ছো…..?
দুর্বৃত্তরা গতকাল তোমার সাধের বাড়িটিকেও ভেঙে ফেলল
তোমার বাড়িটিকে ভাঙার দৃশ্য দেখে এক মা দুঃখ প্রকাশ করলেন
একদল স্বৈরাচারী ঐ মায়ের উপরে হামলা চালালো
বঙ্গবন্ধু………
তুমি কি এগুলো দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু…..?
১৯৭১ এর সেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
“আমার ভাই ও বোনেরা,
তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এ বারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।।
ভারতীয় সেনাবাহিনীর যৌথ প্রয়াসে স্বাধীনতা ফিরলো বাংলাদেশে
স্বাধীনতা পরবর্তী ভাষণ বাংলার আকাশে বাতাসে জনমানুষে কৃতজ্ঞতার পূর্ণ আভাস দিয়েছিল
তুমি বলেছিলে,”ভাইয়েরা আমার, বোনেরা আমার
তোমাদের খাদ্য নেই, বস্ত্র নেই, তোমরা না খেয়ে দেশকে বাঁচাতে আমার সাথে লড়াইয়ে নেমেছিলে। এই দেশ আমাদের সকলের, এই দেশ—
সকল জাতির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ”।
ইতিহাসের পাতায় তোমার কত নাম
সব নাম ওরা মুছে দিতে চাইছে
তুমি কি দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু?
আমার কি মনে হয় জানো বঙ্গবন্ধু…?
আমার মনে হয়–৭৫ এর ১৫ ই আগস্টে তোমাকে যারা মেরেছিল
সেই বর্বর বাহিনীর বংশধরেরাই তোমার স্নেহকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকেও আক্রমণ করছে।
আমার কি মনে হচ্ছে জানো বঙ্গবন্ধু…?
আমার মনে হচ্ছে–ওরা শেখ হাসিনাকেও মেরে ফেলতে চাইছে
বঙ্গবন্ধু……….
তুমি একটিবার ওপর থেকে তোমার সেই গর্জন ফিরিয়ে দাও
আর একবার বাংলার আকাশে বাতাসে প্লাবিত হোক তোমার সেই হুংকার
আবার নতুন করে তোমার মতো কেউ স্বাধীনতার ডাক দিক
আবার বুঝি বাংলার একটা স্বাধীনতার সংগ্রামের প্রয়োজন আছে
আবার বুঝি তোমার মত এক বঙ্গবন্ধুর প্রয়োজন আছে।
তুমি একটিবারের জন্য ফিরে এসো বঙ্গবন্ধু
তুমি একটিবারের জন্য অন্তত ফিরে এসো বঙ্গবন্ধু
আজকের এই অসহায় বাংলাদেশের মাটিতে তোমাকে খুব প্রয়োজন
একটিবারের জন্য ফিরে এসো বঙ্গবন্ধু।
ফিরে এসো বঙ্গবন্ধু…. ফিরে এসো, বঙ্গবন্ধু…..