জীবন তুমিও পেয়েছিলে বেঁচে থাকার জন্য
বোঝনি তার মানে
দিনগুলি সব ফুরিয়ে দিলে স্বার্থের সন্ধানে
মানব জীবন করলে কোথায় তেমন করে ধন্য?
মরণ তবুও ভালো ছিলো ভালবাসার জন্য।
একটি জীবন পেয়েছিলাম বেঁচে থাকার জন্য
বুঝিনি তার মানে
দিনগুলি সব হারিয়ে গেছে স্বার্থের সন্ধানে
সিদ্ধ হলে স্বার্থ নিজের ভেবেছি নিজেকে ধন্য
একটি জীবন চেয়েছিলাম শুধু তোমার জন্য।
মনে যখন হিংসা ঢোকে মনে যখন পাপ
মোটা কোনও দড়ি দেখেও মনে হয় তা সাপ
স্বার্থ লোভে পড়ে জীবন সবই গেল দুর্ভোগে
এখন পড়ে বিছানা জুড়ে নানান রকম রোগে।