একটা কালবৈশাখী হোক !
খুব দরকার এই রকম একটা ঝড়ের
গুমট ভ্যাপসা পরিবেশ থেকে মুক্তির জন্য।
কালো জটার মত যে মেঘ ঘণীভূত হয়েছে
তোমার আকাশে!
কালবৈশাখীর ঝড় ওটাকে উড়িয়ে নিয়ে যাক
অনেক দূরে….!
ঝড়ের তান্ডবে কত গাছের ডাল ভেঙে পড়বে,
খড়ের চাল ও উড়ে যাবে
আর আশ্রয়হীন হয়ে পড়বে সব দ্বিধা – দ্বন্দ্বরা।
আবার নতুন করে পরিষ্কার ঝলমলে হবে আকাশটা।
পোক্ত আর দৃঢ় যে গাছটা ;
যার শিকড় মাটির অনেক গভীরে ছড়িয়ে পড়েছে,
একমাত্র সে ই ঠায় দাঁড়িয়ে থাকবে তোমাকে ছায়া দিতে
একটা কালবৈশাখী হোক
খুব দরকার একটা কালবৈশাখী ঝড়ের। !