একই আশা ভালোবাসা এপার ওপার একই ভাষা
একই চাঁদ সূর্য ওঠে আকাশ ভরা একই তারা
একই বাতাস খেলা করে এপার ওপার যাওয়া আশা
এপার ওপার একই গানে একই ভাবে কাঁদা হাসা।
কেউ ভালো কেউ মন্দ হবে এটাই বিচার সভায় বসা
সুপ্ত বিবেক কারোর জাগে কারোর কেবল ঘুমিয়ে থাকা
একই পোষাক একই মাটি বৃথাই মিথ্যে কান্নাকাটি
ভাষার আবেগ ভাষার বিবেক এক ভাষাতেই ঝগড়াঝাটি।
এপারে নেই অন্তরে বিষ ওপার দেখি ভাইয়ের সদৃশ
আপ্যায়নে কেউ কম নয় আপন করে তবেই বুঝিস
অনুভবে আত্মহারা একই বইয়ের একই পড়া
বাহাত্তরের সেদিন গুলো যেন ছিলো সোনায় মোড়া।
আজকে দেখি লোক খ্যাপানোর লোক জুটেছে সকালবেলা
তৃতীয় পক্ষ আসে যখন সবাই ধস্ত কি কালবেলা
শান্তি নোবেল ওমনি হবে কেমন কাজ তো দেখতে হবে
একটি দেশের গড়ে ওঠা সহজ নয় সে ছেলেখেলা।
সুখ শান্তি আনন্দ মেলা করে না কেউ হেলাফেলা
জেগে উঠে ঘুমিয়ে পড়া ভাঙবে জাতির দাঁতের গোড়া,
এ ওর ঘাড়ে দোষ চাপাবে নাকের বদলা নরুন নেবে
কে কার পাতে ঝোল টেনে নেয় দেশোন্নয়ন কালকে হবে।।