ঠিকানাহীন মেঘ স্বজনহারা অশ্রুর জলে স্তব্ধ
জীবন বিয়োগের ঠিকানায় মানবকুল হারিয়েছে সব শব্দ,
কতকাল এমন করে কাঁদেনি কেউ এই পৃথিবীর ‘পরে
সকাল হতে রাত; রাত হতে সকাল; মৃত্যুর উৎসব হচ্ছে ঘরে ঘরে,
কোন অনুভূতির নেই দাম শুধু মরণের সংবাদ আসে ক্ষণে ক্ষণে।
দেশ; নগর; প্রশাসন সকলেই হয়রান এই মহামারীর দ্বারে
কে করিবে নির্মূল ইহা ?বিশ্ব কাতর আজ জীবনের দরবারে,
লটারির খেলা আজ জীবন সমীক্ষা
আসবে সময় এমন হয়ত অন্নটুকুও পাবেনা কেউ ভিক্ষা,
কান্ডারী নামের কোন নায়কের ভূমিকায় সন্ধান নেই কোন সুরাহার;
ভেঙে গেছে আজ প্রাণ বাঁচানোর সব হাতিয়ার।
কবিদের কবিতায় নেই আজ ছন্দ
গীতিকারের গীতে নেই কোন সুর; প্রেমিকের প্রেমে নেই কোনো গন্ধ,
থমকে গেছে আজ প্রগতির গতি
মৃত্যুর ঢেউ এসে করে যায় ক্ষতি
লাগামহীন মৃত্যু; শ্মশান হীন যাত্রা; ঢেউহীন সমুদ্রে ভেসে আসা লাশের বন্যা,
বেওয়ারিশ লাশ পায়নি আশ্রয় এই দুঃসময়ে;আশ্রয় পেয়েছে শুধু স্বজনহারা কান্না।
এই সময়ের চূড়ান্ত গন্তব্য কোথায় কেউ জানে না
ঈশ্বর আজ সময়ের কাছে মেনেছে হার তাই উল্লাস করে বেদনা,
স্মৃতিগুলো ইতিহাস হবে এখন; ইতিহাস হবে জীবন গড়ার অনুমান
অনিশ্চিত ভবিষ্যৎ; মুহূর্তে মুহূর্তে অপঘাত; ক্লান্ত এখন পরিপূর্ণ শ্মশান।
সূর্যোদয়ের যদি হয় প্রারম্ভ আসিবে নতুন ভোর
হয়তো সেদিন ক্লান্ত পৃথিবী; পরিশ্রান্ত সময় ও স্বজন হারানো অসমাপ্ত বেদনার গায়েই থাকবে লেখা,
জেগে ওঠো পৃথিবী, জেগে ওঠো মানুষ, জেগে ওঠো প্রাণীকুল, প্রাণে রাখো জোর।