অধিকার জেগে উঠুক নিপীড়িতের আহ্বানে
কলুষ মুক্ত হোক জীবন নব যৌবনের আগমনে
দ্বারপ্রান্তে দীর্ঘদিনের যত জমেছে বর্জ্য,আবর্জনা-
ঝেঁটানোর সময় এসেছে আজ সাথে যত কু-মন্ত্রনা।
জাগরিত হোক নির্ভরতা, প্রকাশে দমিত শুদ্ধ হৃদয়
উদিত হোক চিরন্তন সূর্যোদয়ে চেতনার বোধোদয়।
মানুষের অন্তরের বিবেক কবে জাগরিত দেখবো
কবে আর সমবেত গানে নিশ্চিন্তে চারিহাতে চলবো?
ধরণীর স্মরনিগুলি থাকুক সাজানো সবুজমহিরুহ
আগামীর গানেই ভাঙবে যৌবন- হীনতার চক্রব্যুহ।
এইটুকুই হোক সবার ফুল্ল, কুসুমিত প্রাণের কামনা
নির্লোভ,শান্তিপ্রিয় বাসনা জাগুক,আর কিছু চাইনা।