হাড়ের ভিতর অতৃপ্ত ঘূণ ঘোরে
আরও বৃহৎ ছড়িয়ে পড়ার ঘোড়ায়
ট্রিগার টেপার ইচ্ছে জিনের নেশা
আগুন ঢেলে সুখের মাটি পোড়ায় ।
— বেশ তো আছি মাটিতে মন মাছি
মাছির মতোন বলতে পারি কই ?
কোন বরফে নামবে পারদ পীড়া !
কোন আকাশে নিভবে শ্মশান খই !
আসবে কবে শান্ত তথাগত ?
শান্তি কাটে রিপুর তরবারী ,
কোথায় আছো রিফুর কারিগর ?
সারাই করো ছিদ্র সারিসারি ।
মাত্রা ক’মে বৃত্ত হলো ছোট
দৃশ্য দূরে বাড়িয়ে আছে হাত ,
ডাকছে ব্যাসের মোড় পেরোনো পথে
মোড় পেরোতেই ঊষর উল্কাপাত ।
ঊষর নদীর নৌকাতে টিমটিম
ধুঁকছি ধূসর বিষাদে আনচান ,
দাঁড় প্রতিভায় আমি আমার মতো
মানিয়ে নেবার মন্ত্রে দিও প্রাণ ।