ত্রিপুরার পথে যেতে মনস্থ শিব বারাণসী ধামে,
শিব সহ কোটি দেবদেবী যত যাত্রায় পথে নামে।
ক্লান্তির ভারে অবনত হয়ে বিশ্রাম নিতে চলে,
রঘুনন্দন পাহাড় সমীপে রাত্রি যাপন কালে।
কথা হলো ঠিক দেবদেবী যত সূর্যোদয়ের আগে,
পুনঃ যাত্রায় পথিক হবেন একান্ত অনুরাগে।
গভীর নিদ্রা মগ্ন সকলে এক মহাদেব ছাড়া,
বহুবার ধরে ডেকে ডেকে ভোরে পেলেন না কারো সাড়া।
পথশ্রমে আর ক্লান্তির ভারে ঘুম ঘোরে জর্জর,
বিরক্তি নিয়ে একাকী সফর করলেন শঙ্কর।
নিদ্রাদেবীর মায়ার প্রভাবে গভীর নিদ্রারত
ঘুমন্ত যত দেবদেবী হন প্রস্তরে পরিণত।
ভাঙলো না ঘুম সেই থেকে আর, রইলেন তারা পড়ে
ঊনকোটি নামে শৈবতীর্থ উঠলো সেখানে গড়ে।
ত্রিপুরেশ্বরীর ধর্মনগরে উড়ে এসে জুড়ে বসা,
এক কম কোটি দেবদেবী যত মাথা তুলে আছে খাসা।