আকাশের বুকে তারা আছে সুখে
মিটিমিটি আলো দেয়,
খুকুমনি জাগে মাকে কাছে মাগে
আলো থেকে চুমু নেয়।
মাতা কহে কানে চাহ মোর পানে
আমি রব তোমা কাছে,
লেখা পড়া করো গান তবে ধরো
শুনে নেবো আমি পাছে।
খুকু কহে শেষে কান্না যে মেশে
পাখি হয়ে উড়ে যাবো,
দুজনাতে মিলে সাঁতারেতে ঝিলে
কত মজা তবে পাবো।
পরী হয়ে এসো মাকে ভালোবেসো
প্রজাপতি দেখি! লাগে,
সুন্দর ছবি আঁকে দেখি কবি
প্রভাতের রবি জাগে।
পেঁজা তুলো মাঝে তরী চলে সাঁঝে
পরীরানি আছে বসে,
দেখে মেলে সুখ ফিরে গেলে দুখ
ধরে রাখি মনে কষে।
বাবা ডাকে জোরে খুকু ঘুম’ ঘোরে
চোখ দুটি মুছে নেবে,
স্বপ্ন দেখে সোনা শুধু দিন গোনা
উপহারে গান দেবে।