কুয়াশাচ্ছন্ন শীতের ভোরের বেলায়,
প্রথম দিনের কথা আজও মনে পড়ায়,
আমাদের আহ্বান ছিল বাঁচার জন্যে হাঁটুন,
সুন্দর সফল জীবনের জন্যে চিন্তা করুন,
নিজেকে মনে হয়েছিল ভালোবাসাহীন অন্ধ,
প্রেম একটা কঠিন নির্মম সাদামাটা কবন্ধ,
কোনো কথা, গান, উপদেশ, লাগতোনা ভালো,
মনে হত চারপাশে ঘিরে আছে নিকষ কালো,
বিধ্বংসী নারকীয়তা, পাশবিকতা,অসামাজিকতা চারদিকে,
শিশু, নারী, ধর্ষণ, হরন দূষিত করে পৃথিবীকে,
পূজাপাঠ,শান্তিযজ্ঞ , নামগান শুধুই ছলনা,
অশান্তির আগুনে শান্তির শিখা জ্বলেনা।