এই যে টানের আনন্দিত আয়ু
মাখছি মনের শরীর সেতু জুড়ে ,
ফুরোয় যদি মৌসুমী মৌ বায়ু
কেমন করে বাঁধবো জীবন সুরে !
সুরের স্রোতে সাগর নেচে ওঠে
পাহাড় কাঁধে প্রবল পর্যটক ,
শোকের বনে ফাগুন এসে ফোটে
টান হারালে আঙুর ফলও টক ।
কমছে ক্রমে টানের প্রথম মান
জেনেই ঘামে ভিজছি মাঘের শীতে ,
বীজের গলা জড়িয়ে পাইন তান
ব্রজের নুপূর ব্যস্ত কানুগীতে ।
উপমা নয় , সময় এসো ফিরে
ফেরাও চোখে প্রথম বৃষ্টি বীণ ,
বীণের ভিতে বাজবো থিতু মীড়ে
মীড়ের ভিতর ভাসাও সোনাদিন ।