রোজার শেষে এলো রে ভাই,
খুশির ঈদ যে এলো।
ঘরে ঘরে আনন্দ তাই,
জোয়ারের রূপ পেলো।
সওয়াল মাসের এক তারিখকে,
ঈদুল ফিতর বলে।
জিলহজ্জ্বের দশ তারিখে ,
ঈদুল আযহা চলে।
রমজানের এই এক মাসেতে ,
রোজা রাখে সবে।
দিনের বেলায় পানাহারে,
বিরত সব রবে।
এমন করে কাটে যখন,
রোজার মাসটি তাহে।
নামাজ পড়ার তরেতে যায়,
জামাতে ঈদ গাহে।
সকাল সকাল গোসল করে ,
নতুন পোশাক পরে।
জামাত শেষে ইমাম খুতবা,
তখন সবে পড়ে।
ছোটোখাটো কথার শেষে,
আলিঙ্গনটা চলে।
শত্রুতা সব ভুলে গিয়ে ,
বন্ধুত্বে মন গলে।
ধনী যারা দান করে ওই,
গরীব জনের তরে।
এ দানকে তাই তারা সবাই,
ফেতরা নাম ধরে।
জামাত শেষে বাড়ি গিয়ে,
সেমাই আহার করে।
ফিরনী পোলাও হরেক মিষ্টি,
নাস্তাতে মন ভরে।
মিলনের এই উৎসবেতে,
ভেদাভেদ সব ভুলে।
কোলাকুলি করে সবে,
নেয় যে বুকে তুলে।