খুশির রাত ঈদের চাঁদ–
খুশি ভরা জীবনের আস্বাদ!
হয়ত আজকের এই পবিত্র দিনে
কত মানুষ অনাহারে দিন গোনে।
আজো কত মেহনতি মানুষ দিবাশেষে
সামান্য কিছু আর পানি সহযোগে
ইফতার সারে তারাও মানুষ, তারাই দেবতা
প্রণাম তাদের ধুলিমাখা শ্রীচরণে।
আজকের এই পবিত্র দিনে এসো–
সকলে সারি অঙ্গীকার, যতটুকু পারি ততটুকু
যেন ভাগ করে নেই সেইসব অসহায়,
মেহনতি মানুষের সাথে আনন্দিত প্রাণে।
জীবনের যত পূজা,তারাই তো আল্লাহ্
ভেদাভেদ ভুলে পারি যেন চিরকাল —
মানুষেরে ভালোবেসে কাছে টেনে নিতে!
মানুষ মানুষ মানুষ, সকলেই আমরা মানুষ,
জাতি ধর্ম বর্ণ ,ধনী গরীব লেখা থাকে কি কারো গায়ে?
“সবার উপরে মানুষ সত্য” এই বিশ্বাস নিয়ে বাঁচি এসো সকলে ,জীবনের জয়গান গাই।।