রাবণ রাজার ঔদ্ধত্য
দুর্বাসা মুনির রোষ
সে মানুষ নয়-ইতর।
মুখে মিষ্টি কথা
মনে’তে গরল
সে মানুষ নয়-ইতর।
রহস্যময় হাসি
অন্তরে প্যাঁচ
সে মানুষ নয়-ইতর।
সম্মুখ রণের অরি
হতে ভারী,
হোকনা বন্ধু কি স্বজন
সে মানুষ নয়-ইতর।
পড়লে কম ভাগে
অলক্ষ্যে মুখোশ খুলে পড়ে
সে মানুষ নয়-ইতর।
নীল রক্তের কোলাহলে
কান পাতা দায়।
নর্দমার বুদবুদে উচ্ছিষ্ট ভ্রুন
আপন মহিমা হারায়!
দুর্দিনে
আত্মীয়-বন্ধু বিরল।
অচেনা মুখ জাপটে ধরে,
বাড়িয়ে দেয় মুষ্টিবদ্ধ হাত সবল।